জীবননগর ব্যুরো: ‘স্মার্টফোনে আসক্তি; পড়াশোনার ক্ষতি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে জীবননগরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে দুদিন ব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাজি আলী আজগার টগর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশের অন্যতম মাধ্যম। তোমরা এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শিখতে পারবে কীভাবে একত্রে কাজ করা যায়। তাই তোমাদের উচিত আজকের এই শিক্ষাকে আরও জোরালো করে সমাজ ও দেশের উপকার করা। তোমরা যখন তোমাদের ভেতরের সুপ্ত প্রতিভাকে কাজে লাগাতে পারবে ঠিক তখন তোমরা হবে দেশ ও জাতির গর্বিত সন্তান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াস, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, উথলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সোহেল আহাম্মদ প্রদীপ, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ শুকুর, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ জসীম উদ্দিন জালাল, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সসম্পাদক শাখাওয়াত হোসেন ফরজ প্রমুখ।
কবুতর উড়িয়ে উদ্বোধন শেষে সংসদ সদস্য হাজি আলী আজগার টগর অন্যান্য অতিথিবৃন্দদের নিয়ে মেলার বিভিন্ন স্টল পরির্দশন করেন। মেলায় জীবননগর উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা ২০টি স্টলের মাধ্যমে দর্শনার্থীদের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারনা দেয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এবং জীবননগর উপজেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার এ মেলার শেষ দিন।