জীবননগর ব্যুরো: জীবননগর শহরের নারায়ণপুর মোড় থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ একটি মোটরসাইকেল আরোহী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরের দিকে আটকের এ ঘটনা ঘটে। জীবননগর থানা সূত্র জানান, থানার সাব-ইন্সপেক্টর নাহিরুল ইসলাম ও রায়হান এএসআই সাইদুজ্জামান, মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রোববার দুপুরের দিকে জীবননগর পৌর শহরে অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সীমান্ত এলাকা থেকে দুইজন মাদক ব্যবসায়ী একটি মোটরসাইকেল যোগে গাঁজা নিয়ে জীবননগর শহরের দিকে আসছে। তারা এ সংবাদের ভিত্তিতে শহরের নারায়ণপুর মোড়ে অভিযান শুরু করেন। অভিযান পরিচালনা কালে একটি মোটরসাইকেল থামিয়ে মোটরসাইকেলে থাকা দুই মাদক ব্যবসায়ী শাহিন(২৪) ও ইসমাইল হোসেনকে (২৮) গ্রেফতার করেন। তাদের দখল থেকে এ সময় পুলিশ ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। আটককৃত ইসমাইল হোসেন হাসাদহ বাজারপাড়ার নুরুল হক এবং শাহিন একই গ্রামের পাংখি মিয়ার ছেলে। তারা এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের সাঁড়াসি অভিযোগ শুরু হয়েছে। পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে জীবননগর উপজেলাকে মাদক মুক্ত করতে আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছি। শাহিন ও ইসমাইলকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।