জীবননগরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণকালে রুহুল আমীন

খেলাধূলার পাশাপাশি নিজেদের ইসলামের আলোয় আলোকিত করতে হবে

জীবননগর ব্যুরো: জীবননগর পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত শহিদ আবু সাঈদ-মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল রোববার অনুষ্ঠিত হয়। ফাইনালে মনোহরপুর খান জুয়েলার্স ক্রিকেট একাদশ সেনেরহুদা ক্রিকেট একাদশকে ১২রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট রুহুল আমীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী শুধু রাজনীতিই করে না। রাজনীতির পাশাপাশি নৈতিক শিক্ষা ও শরীর গঠনের জন্য খেলাধূলারও আয়োজন করে থাকে। জীবননগর য্বু বিভাগ এতো সুন্দর ও সফল একটি টুর্নামেন্টের আয়োজন করায় তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এ ধরণের খেলাধূলা সচল রাখার জন্য তিনি উদ্যোক্তদের প্রতি আহ্বান জানান। তিনি উপস্থিত সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, খেলাধূলার পাশাপাশি নিজেদেরকে ইসলামের আলোয় আলোকিত করতে হবে।
জীবননগর উপজেলা বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, জীবননগর উপজেলা আমীর মাও. সাজেদুর রহমান, নায়েবে আমীর হাফেজ বেলাল হোসেন, সহ-সেক্রেটারি মাও. আবু বক্কর সিদ্দিক, পৌর আমীর মাও. ফিরোজ হোসেন, উথলী ইউনিয়ন আমীন মাও. আরিফুল ইসলাম, সেক্রেটারি হাফেজ হাসানুজ্জামান, কেডিকে ইউনিয়ন আমীর আব্দুর রহমান। এছাড়াও জীবননগর পৌর ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি শফিকুল ইসলাম, সহ-সেক্রেটারি নূর আলম ও উপজেলা যুব বিভাগের উপজেলা সহ-সেক্রেটারি মাহিদুল ইসলাম মিন্টু, বায়তুল মাল সম্পাদক আব্দুল মোতালেব, পৌর যুব বিভাগের সেক্রেটারি সায়মুম শাহরিয়ার। স্বাগত বক্তব্য দেন পৌর যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দ্দার। সঞ্চালানয় ছিলেন যুব বিভাগের উপজেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম। জীবননগর উপজেলা যুব বিভাগ এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে।