জীবননগরের ৬টি ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার ৬টি ইউপি নির্বাচনে গতকাল মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা নির্বাচন অফিস হতে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা যায়, উথলী ইউনিয়েনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হান্নান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের আবজালুর রহমান ধীরু (আনারস), বর্তমান চেয়ারম্যান বিএনপির আবুল কালাম আজাদ (মোটরসাইকেল), আব্বাছ আলী (চশমা) ও সাখাওয়াত হোসেন পেয়েছেন ঘোড়া প্রতীক। বাঁকা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান (নৌকা), শাহাবুদ্দিন মালিতা (চশমা), বিএনপির আবুল কাশেম মুন্সী (ঘোড়া), রাজা আহমেদ (আনারস), হাফিজুর রহমান (মোটরসাইকেল) ও তরিকুল ইসলাম পেয়েছেন (লাঙ্গল) প্রতীক। হাসাদাহ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াস (নৌকা), সোহরাব বিশ^াস (চশমা), ইসরাইল হুসাইন (মোটরসাইকেল), সামছুল আলম (আনারস), মতিয়ার রহমান (টেবিল ফ্যান) ও বাবুল আক্তার পেয়েছেন (ঘোড়া) প্রতীক। রায়পুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ্ (টেবিল ফ্যান), আব্দুল হান্নান (মোটরসাইকেল), সাজ্জাত হোসেন (আনারস), আওয়ামী লীগ মনোনীত তাহাজ্জুত বিশ^াস  (নৌকা) ও সাজ্জাদ বিশ^াস পেয়েছেন (চশমা) প্রতীক। মনোহরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত  সোহরাব হোসেন খান সুরুদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বিএনপির মো. কামরুজ্জামান (আনারস) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নাঈম পেয়েছেন (হাতপাখা) প্রতীক এবং কেডিকে ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের খায়রুল বাসার শিপলু দলীয় প্রতীক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বিএনপির তানভীর হোসেন রাজিব (আনারস) ও মহিবুল ইসলাম ছব্দুল পেয়েছেন (মোটরসাইকেল) প্রতীক। এ ছাড়াও এ ৬টি ইউনিয়নের নির্বাচনে সংরক্ষিত নারী আসন ও সাধারণ ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে এদিন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ১৬ মার্চ এ ৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

Comments (0)
Add Comment