হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলা হাসাদাহে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতায় ক্রীড়া সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং এবং প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের মাঝেপুরস্কার বিতরণ করা হয়। গতকাল রোববার সকাল ১০টার দিকে হাসাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়েমাঠ প্রাঙ্গণে হাসাদাহ ইউনিয়নের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাসাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন জীবননগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোহেল শাহরিয়ার কবির। এছাড়াও উপস্থিত ছিলেন কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুরজ্জামান শরিফ, হাসাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিমউদ্দীন, শাকসুদা পারভিন, শাহানারা মনজু, রোজিনা খাতুন, শাহাজামাল, কানিজ ফাতিমা, মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিমদ্দীন।