জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেটের পাশে সন্ন্যাসীতলা মাঠে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা করছেন, চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে অজ্ঞাতনামা ওই যুবক পেেড় গিয়ে মারা গেছেন। স্থানীয়রা জানায়, গতকাল রোববার বিকেল সোয়া ৫টার সময় উথলী গ্রামের কয়েকজন কৃষক সন্ন্যাসীতলা মাঠে কাজ শেষে বাড়িতে ফেরার সময় রেললাইনের পাশে অজ্ঞাতনামা ওই যুবকের দ্বিখ-িত (মাথা থেকে দেহ বিচ্ছিন্ন) লাশ দেখতে পেয়ে বিষয়টি এলাকার জনপ্রতিনিধিসহ পুলিশকে জানায়। নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২৫-২৬ বছর হবে। তার গায়ে কালো রঙের গেঞ্জি এবং নেভি ব্লু রঙের জিন্সের প্যান্ট রয়েছে। জীবননগর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা জানান, ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যুর ঘটনা শুনেছি। যেহেতু বিষয়টি রেলওয়ে পুলিশের এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পোড়াদহ রেলওয়ে থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ওই যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।