দর্শনা নাস্তিপুরে ঘুমন্ত বিজিবি সোর্স হযরতকে গুলি করে হত্যা মামলা
দর্শনা অফিস: দর্শনা নাস্তিপুরে ঘুমন্ত বিজিবি সোর্স হযরত হত্যাকান্ডের ৬ দিনেও রহস্য উন্মোচন হয়নি। পুলিশ রহস্য উন্মোচন ও হত্যাকারীদের গ্রেফতারে বিস্তার করেছে জাল। এখনো পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েনি কোনো হত্যাকারী। ঘটনার রাতেই গ্রেফতারকৃত জসিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ সোপর্দ করা হয়েছে আদালতে। গত মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে বিজিবি সোর্স হযরত আলীকে ঘুমন্ত অবস্থায় বসত ঘরের জানালা দিয়ে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত বুধবার নিহতের মেয়ে বাদী হয়ে দর্শনা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় একই গ্রামের হায়দার আলীর ছেলে জসিমকে (৩০) আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর। টানা ৬ দিন পেরুলেও হযরত হত্যাকান্ড রহস্যের কুল-কিনারা না হওয়ায় এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এদিকে পুলিশও দফায় দফায় অভিযান রেখেছে অব্যাহত।