কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে অবৈধ ভাবে বালু ও মাটি কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতসুত্রে জানাগেছে গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহের নেতৃত্বে নিয়মবহির্ভূতভাবে মাটি কাটার অভিযোগে ছাতিয়ানতলা ভৈরব নদীর পাড়ে অভিযান পরিচালনা করা হয়। মাটি কাঁটার কোন বৈধ অনুমতি পত্র দেখাতে না পারায় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোঃ সিরাজের ছেলে লাল্টুকে কে ৩০,০০০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের সহযোগীতায় ছিলেন চারুলিয়া ফাঁড়ির এসআই রশিদ ও পুলিশ সদস্যরা।