চুয়াডাঙ্গা ৬৩৫জন পাসপোর্ট মালিকের অপেক্ষায় আঞ্চলিক পাসপোর্ট অফিস

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংরক্ষিত ছয়শত ৩৫জন পাসপোর্ট মালিকের অপেক্ষায় রয়েছে। বিগত এক মাস মাস থেকে ছয় মাসের অধিককাল যাবত বিতরণ উপযোগী অবস্থায় ২৩৫টি এমআরপি পাসপোর্ট এবং ৪০০টি ই-পাসপোর্ট রয়েছে। বিতরণযোগ্য এ সকল পাসপোর্ট চুয়াডাঙ্গা সদর উপজেলা, আলমডাঙ্গা উপজেলা, দামুড়হুদা উপজেলা ও জীবননগর উপজেলার বাসিন্দাদের রয়েছে। এ সকল পাসপোর্ট গ্রহীতাকে অবিলম্বে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করতে পাসপোর্ট কর্মকর্তা অনুরোধ জানিয়েছেন।
চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুস সাত্তার বলেন, পাসপোর্ট মালিকদের এ বিষয়ে মোবাইল ফোনে অফিস থেকে জানানো হচ্ছে। আশাকরি পাসপোর্ট মালিকরা অবশ্যই আসবেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, পাসপোর্টগুলো নাগরিকদের সম্পত্তি। এটি পাসপোর্ট অফিস থেকে গ্রহণ করে নিজ হেফাজতে সংরক্ষণ করা সু-নাগরিকের দায়িত্ব। আশা করি যে সকল ব্যক্তিরা পাসপোর্ট তৈরির জন্য আবেদন করেছিলেন তারা যেন পাসপোর্ট অফিসে গিয়ে দ্রুত যোগাযোগ করেন।