চুয়াডাঙ্গা হিজলগাড়ীর অনিল খুলনায় পুলিশের সরঞ্জামসহ খুলনা ডিবি পুলিশের হাতে গ্রেফতার

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা হিজলগাড়ী র্ফামপাড়ার আলোচিত অনিল কুমার বিশ্বাস পুলিশের ভুয়া ইন্সেপেক্টর সেজে খুলনার রূপসাতে শুরু করে প্রতারণা। অবশেষে নিজের তৈরি করা পুলিশের বিভিন্ন সরঞ্জামসহ খুলনা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ী ফার্মপাড়ার নবীন কুমার বিশ্বাসের ছেলে আলোচিত অনিল কুমার বিশ্বাস প্রশাসনের সদস্য হিসেবে পরিচয় দিয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিলো। তারই ধারাবাহিকতায় খুলনার রূপসার টোলপ্লাজা এলাকায় পুলিশের ভুয়া ইন্সেপেক্টর সেজে পোশাক পরে প্রতারণা করে আসছিলো। খবর পেয়ে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানের নির্দেশে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের নেতৃত্বে এসআই আল আমিন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান। অভিযান চালিয়ে পুলিশের বিভিন্ন সরঞ্জামসহ অনিলকে গ্রেফতার করেন। গোয়েন্দা শাখার ওসি নাসির উদ্দিন বলেন, ২০১৯ সালে কুষ্টিয়ায় একইভাবে প্রতারণাকালে অনিলকে (৪০) গ্রেফতার করা হয়। বর্তমানে অনিল পরিচয় গোপন রেখে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লকপুর গ্রামে বসবাস করে আসছে। গ্রেফতারকৃত অনিলের হেফাজত থেকে একটি ফেইক পুলিশ আইডি কার্ড, ফেইক পুলিশ ভিজিটিং কার্ড, বাংলাদেশ পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একটি পিঠ ব্যাগ, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর র‌্যাংক-ব্যাজ সম্বলিত মেট্রোপলিটন পুলিশের এক সেট পুলিশ ইউনিফর্ম, ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ মনোগ্রাম সম্বলিত একটি পি-ক্যাপ, পুলিশের ¯েপশাল ব্রাঞ্চ মনোগ্রাম সম্বলিত গ্রে-কালারের একটি কোটি যাহার সামনে ও পিছনে ইংরেজিতে বড় অক্ষরে এস বি লেখা আছে, একজোড়া ক্যানভাস সুজ, এক জোড়া কাল রঙের সুজ, ইন্সপেক্টর পদমর্যদার একটি পুলিশ বেল্ট, পুলিশ ইউনিফর্ম পরা আসামি ধরা একটি ছবি, নিজ নামীয় ২টি পুলিশ ভিজিটিং কার্ড তার নিকট থেকে উদ্ধার করে। এ ঘটনায় এসআই আল আমিন বাদী হয়ে রূপসা থানায় অনিলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Comments (0)
Add Comment