পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সরোজগঞ্জ ছাদেমাননেছা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে এক যুবকের হাত থেকে দিনে দুপুরে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের বসুভান্ডারদহ গ্রামের রবিউল ইসলামের ছেলে সুকচান গতকাল বিকেল ৩ টার দিকে বাড়ি থেকে সরোজগঞ্জ বাজারে যাওয়া পথে ছাদেমান নেছা বালিকা বিদ্যালয় সামনে পৌঁছান। এ সময় চুয়াডাঙ্গা থেকে একটি নীল রঙের টিভিএস মোটরসাইকেলযোগে দুই ছিনতাইকারী সুকচানের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে সুকচান জানান, আমি বাইসাইকেলযোগে সরোজগঞ্জ বাজারে যাওয়া পথে হঠাৎ আমার মোবাইল ফোনে একটি কল এলে মোবাইলটি নিয়ে কথা বলছিলাম। এ সময় পেছন থেকে নীল রঙের একটি টিভিএস মোটরসাইকেলে থাকা দুজন ছিনতাইকারী এসে আমার আইটেল মোবাইল ফোনটি হাত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।