স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন আবাসিক মেডিকেল অফিসার হিসেবে ডা. ফাতেহ আকরাম দোলন যোগদান করছেন আজ। স্বাস্থ্য বিভাগের বিশেষ এক আদেশে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার বদলি করা হয়েছে। তিনি আজ রোববার দায়িত্বভার বুঝে নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান ভারপ্রাপ্ত আরএমও ডা. সাজিদ হাসান। ৩২তম বিসিএসে স্বাস্থ্য বিভাগে যোগদানের পর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ডা. ফাতেহ আকরাম দোলন ইতঃপূর্বে বেশ কয়েকটি স্থানে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। রাজশাহী জেলার রাজপাড়া থানার কাজিহাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এএইচএম সামসুল হকের ছেলে তিনি। ডা. ফাতেহ আকরাম দোলন জানান, ‘আমি যেখানেই কাজ করেছি সবটুকু আন্তরিকতা দিয়ে করেছি। দেশ ও দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করেছি। এই সুমহান শিক্ষা আমাকে দিয়েছেন আমার মরহুম বীর মুক্তিযোদ্ধা পিতা। যিনি ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। ৭নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের অধীনে জীবনবাজি রেখে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন আমার পিতা। তারই প্রবাহমান রক্তধারায় আমি এদেশের স্বাস্থ্য সেবায় আত্মনিয়োগ করেছি। যে সময় করোনা আক্রান্ত হওয়ার ভয়ে মানুষ গৃহবন্দি ছিলো, সে সময় নিজের পরিবারের নিরাপত্তার কথা না ভেবে আমি পুরোটা সময় সাধারণ মানুষের সাথে তাদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য কাজ করেছি। এজন্য আমার সহকর্মী, আমার কর্তৃপক্ষ, বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সকলে যে সহযোগিতা করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমি আমার সবটুকু আন্তরিকতা, মমতা, ভালোবাসা, পরিশ্রম দিয়ে যাতে আমার নতুন কর্মস্থলে কাজ করতে পারি এজন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই।’