স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ত্রি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচনে ৭টি মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাড. বেলাল হোসেন-পিপি এ ঘোষণা দেন। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট সোসাইটি নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অ্যাড. সোহরাব হোসেন, সেক্রেটারি পদে শহিদুল ইসলাম সাহান, কার্যনির্বাহী সদস্য পদে অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এমএম শাহজাহান মুকুল, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আব্দুল কাদের ও অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন পরিচালনা কমিটির অন্য দু’জন সদস্য হলেন, অ্যাড. এমএম মনোয়ার হোসেন ও অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী। প্রসঙ্গত: গত ১৩ নভেম্বর ৭টি পদের বিপরীতে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এবং যাচাই-বাছাই শেষে ৭টি মনেয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. বেলাল হোসেন-পিপি।