চুয়াডাঙ্গা-মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন সম্মেলনে ফজলুল করিম

শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে

স্টাফ রিপোর্টার: ময়নুদ্দিন ও শেখ হাসিনার সরকার সাড়ে ১৭ বছর স্বৈরাচার শাসন ব্যবস্থার কারনে শিক্ষা ব্যবস্থা এমনভাবে ধ্বংস করে দিয়েছিলো আমরা মুক্তভাবে বসে কোথাও সম্মেলন করতে পারিনি। ৫ আগস্টে স্বৈরাচার পতনের পর রাব্বুল আলামিন আমাদের মুক্ত আকাশের নীচে বসে সম্মেলন করার তৈাফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোন দেশ যদি ধ্বংস করতে হয় তবে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে। পতিত সরকার সেই ব্যবস্থায় করেছিল। তিনি সরকারের কাছে দাবি জানান, ঈদের আগেই এমপিওভুক্ত বেসরকারি শিক্ষদের বোনাস ব্যবস্থা করতে হবে। কিন্ডার গার্টেনসহ বেসরকারি শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। রাসুলুল্লাহ (স:) মসজিদ ভিত্তিক সমাজ গঠন করেছিলেন। এ জন্য মসজিদকে এবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা দিতে হবে। তিনি কমপক্ষে ১০ হাজার মসজিদকে এবতেদায়ী মাদরাসায় রুপান্তরিত করতে হবে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথক বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
চুয়াডাঙ্গায় গতকাল শনিবার শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বিএম ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, যশোর-কুষ্টিয়া অঞ্চলের শিক্ষা বিভাগের সমন্বয়ক ডক্টর আলমগীর হোসেন, জেলার প্রধান উপদেষ্টা ও চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. রুহুল আমিন ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। জীবননগর উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি হাফেজ বেলাল হুসাইন, দামুড়হুদা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি শাহজাহান আলী, চুয়াডাঙ্গা পৌর শিক্ষক ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, দর্শনা উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা শিক্ষক পরিষদের সভাপতি ইউসুফ আলী, গাংনী-আসমানখালী থানা শাখার শিক্ষক পরিষদের সভাপতি আজহারুল ইসলাম, প্রাথমিক শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি আমিনুল ইসলাম, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও কলেজ শিক্ষক পরিষদের সভাপতি শফিউল আলম বকুল।
মেহেরপুর অফিস জানিয়েছে, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিক্ষক সম্মেলনে অনুষ্ঠানে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো.আল-আমিন বকুল সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও সাবেক সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষকের ফেডারেশন সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর-কুষ্টিয়া অঞ্চলের সভাপতি ড. মো. আলমগীর বিশ্বাস, বাংলাদেশ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা মো. তাজ উদ্দীন খান, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ মেহেরপুর জেলা সভাপতি মাহবুব উল আলম। শিক্ষক সম্মেলন অনুষ্ঠানে ছহীউদ্দিন ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক ড. মো. আলিবদীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ মেহেরপুর সদর সেক্রেটারি মো. আইয়ুব আলী, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ মেহেরপুর সদর সেক্রেটারি মোহাম্মদ আলী লাল্টু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা পরিষদ মুজিবনগর থানা সভাপতি হারুন আর রশিদ, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা পরিষদ গাংনী থানা সভাপতি মো. মোমিন জামান, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ সদর থানা সভাপতি মাওলানা মো. আসাদুজ্জামান, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সভাপতি মো. ইসহাক আলী, বাংলাদেশ কারিগরী শিক্ষক পরিষদ মেহেরপুর জেলা সভাপতি মো. আরিফুল ইসলাম, বাংলাদেশ কিন্ডার গার্ডেন শিক্ষক পরিষদের জেলা সভাপতি মো. মনজুরুল হাসান, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ সেক্রেটারি মো. সুলাইমান হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা পরিষদ মেহেরপুর জেলা সভাপতি মো. রবিউল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মুজিবনগর থানা সভাপতি মো. মোশারেফ হোসেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গাংনী থানা সভাপতি মো. আবুল হাশেমসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।