চুয়াডাঙ্গা-মেহেরপুরের বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন

প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করার আহ্বান

স্টাফ রিপোর্টার: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দেশের বাক ও শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর মৌলিক এবং সামাজিক অধিকার নিশ্চিত করে মানবসম্পদে পরিণত করতে হবে। তিনি বলেন, তাদের মধ্যে থাকা গুণাবলী লালন করে ও মেধাকে কাজে লাগিয়ে প্রতিটি সম্ভাবনা, প্রতিটি কাজের মধ্যদিয়ে তাদেরকে জাগ্রত করতে হবে। গতকাল শুক্রবার আগারগাঁও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রাঙ্গণে ‘বাংলা ইশারা ভাষা দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন উপদেষ্টা। এদিকে, ‘এক ভুবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা’ এ শ্লোগানে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ইশারা ভাষা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
প্রতিবন্ধী জনগোষ্ঠীর দারিদ্র্যতা নিরসন ও জীবনমান উন্নয়নে নতুনভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি উল্লেখ করে উপদেষ্টা বলেন, শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী চিকিৎসা, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করে লক্ষ্যভিত্তিক পরিকল্পিত কার্যক্রম গ্রহণ জরুরি। এখন পর্যন্ত এদেশে ৩৫ লক্ষাধিক প্রতিবন্ধী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বাকপ্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৮৪৮জন এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ১ লাখ ১২ হাজার ৬২৬ জন।
চুয়াডাঙ্গায় ইশারা ভাষা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ ৫৬ টি হুইল চেয়ার, ৭টি ট্রাই সাইকেল, ক্রেস্ট ৪টি, এলবোক্রাস ৩টি, টয়লেট চেয়ার একটি, ওয়াকার একটি ও কর্ণার চেয়ার দুটি বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জেলা সমাজ সেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ কর্মসূচির আয়োজন করে। চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদের সভাপতিত্বে আলোচনায় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্ত্যব রাখেন। এসময় জেলার পুলিশ সুপার গোলাম মওলা ও সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. নুর আলম আকাশের সঞ্চালনায় আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এবং প্রতিবন্ধী শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনাসভায় জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণগুলো পেয়ে প্রতিবন্ধীদের যেন স্বাভাবিক চলাফেরায় সহায়তা করতে পারে। তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করবো। যারা সুস্থ আছেন, তারা যেন তাদের সহযোগিতা করেন। প্রতিবন্ধীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক রাখতে হবে।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে র‌্যালি বের হয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে র‌্যালিটি শেষ হয়। এরপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় অনুষ্ঠানে সমাজসেবা উপ-পরিচালক আশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক ভারপ্রাপ্ত তরিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন নেজদার ডেপুটি ক্যারেক্টার মো. সাজেদুল ইসলাম পুলিশ ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, জেলা সমাজসেবার অফিসার কাজী মো. আবুল মনছুর, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের কর্মকর্তা তুলসী কুমার পাল, প্রবেশন অফিসার মিজানুর রহমান, শিশু সুরক্ষা সমাজকর্মী মো. মামুনুর রশিদ, মো. আশরাফুজ্জামানসহ এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।