স্টাফ রিপোর্টার: জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ধানম-ি ৩২নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধূর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেলহত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ধারণ করেছেন শোকের কালোব্যাজ। আলোচনাসভায় বক্তারা বলেন, বাঙালি জাতির ইতিহাসে আরেকটি কলঙ্কিত অধ্যায় জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর স্বাধীনতা বিরোধীরা নির্মমভাবে হত্যা করে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বর্বরোচিতভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এর কিছুদিন পরই বঙ্গবন্ধুর আজীবন রাজনৈতিক সহচর, বঙ্গবন্ধুর অবর্তমানে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেই জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। ইতিহাসের জঘন্য ও বর্বর নিকৃষ্ট হত্যাযজ্ঞের এই দিনটি জেল হত্যা দিবস।
চুয়াডাঙ্গায় পৃথক স্থানে শোকাবহ জেলাহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কালো পতাকা উত্তোলন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় এ দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়মী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ। দলীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এবং কালো পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় চার নেতার স্মরণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এছাড়া আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লাভলু, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, উপ-প্রচার সম্পাদক মো: শওকত আলী বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ চন্দন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমান চন্দন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকলী, জেলা জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, মহিলা নেত্রী রিনা খাতুন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. শাহাবুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান লাল্টু, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, মিন্টু, রাজু আহমেদ, আলিফ নূর, আকাশ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর ৩ মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীরসেনানী জাতীয় ৪ নেতাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। ইতিহাসের অন্যতম ও ন্যাক্কারজনক এ হত্যাযজ্ঞের শিকার হন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ৪ সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহম্মেদ, এএইচএম কামরুজ্জামান ও ক্যাপটেন মনসুর আলী।
জেল হত্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা যুবলীগের সদস্য সাজ্জাদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা, যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ শাহী, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাছুম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, হাসানুল ইসলাম পলেন, বিপ্লব হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা রামিম হোসেন সৈকত, শেখ রাছেল, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ ম-ল, চুয়াডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি রানা, সাধারণ সম্পাদক খান জাহান, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলিম, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আসাদ, সাধারণ সম্পাদক বিপ্লব, লেকমান, রনি, জামাল খান, জাকির, জুয়েল, জনি, লিপ্টন, ইমরান, সঞ্জু, সোহাগ, মোকলেছ, জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা প্রকাশনা সম্পাদক শেখ আনোয়ার, শেখ রাসেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাওন রেজা কোবির, আতাউর রহমান বিপুল, ওয়াসিম, সুজন, শাকিব, মাহফুজ প্রমুখ।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, জেল হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় চার নেতার প্রতিকৃত্তিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ডিঙ্গেদহ বাজারে অবস্থিত চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও দলীয় পতাকা উত্তোলন করেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহাম্মেদ হাসানুজ্জামান মানিক। এরপর জাতীয় নেতাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য শাহাদত হোসেন, শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুয়ার হোসেন, সহসভাপতি আমিরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক শওকত মাহামুদ, শংকরচন্দ্র ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাবুল েেহাসেন লান্টু, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, আত্তাব আলী। জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ম-লপাড়া জামে মসজিদের ঈমাম মুফতি জুনাইন আহমাদ। এরপর শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় চার নেতাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবসের কর্মসূচি পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে মাল্যদান। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহ আলম, সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ নূর মোহাম্মদ জকু, উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মুহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন। উপস্থাপনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। পরে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল্লাহ আল মাসুম।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা উপজেলা পরিষদস্থ বঙ্গবন্ধুর ম্যুরাল পাদদেশে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাফিকুর রহমান শাফিক মাস্টার, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, কুড়ুলগাছী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক রেজাউল করীম, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক, কুড়–লগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব, আওয়ামী লীগ নেতা অ্যাড. আবু তালেব, নিশান তরফদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, শহিদ বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নূর আলম লাভলু, মোমিনুল ইসলাম মনির, ধর্ম বিষয়ক সম্পাদক শমশের আলী, দফতর সস্পাদক বখতিয়ার হোসেন বকুল, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ, এসএম ফয়সাল, আশাদুল হক প্রমুখ। শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণসহ এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ কামরুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এমএ করীম।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দর্শনা পৌর আ.লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর দর্শনা পৌর আ.লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি রুস্তম আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভায় অতিথি ছিলেন দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, আ.লীগ নেতা বিল্লাল হোসেন, নেফাউর রহমান মন্টু, জাহিদুল, আব্দুল হাকিম, সাবেক কাউন্সিলর আম্বিয়া খাতুন, পৌর প্যানেল মেয়র-১ রবিউল হক সুমন, আব্দুস সালাম ভুট্টো। দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোটোর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহসভাপতি সোলায়মান কবীর, মামুন শাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, আশরাফুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, রিপন, মিল্লাত, লোমান, রাসেল, মোহাম্মদ, নাযিম, রায়হান, প্রভাত, অপু সরকার প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা ও দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, জেল হত্যা দিবস এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুরে জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিকেলে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির বাসভবনের সামনে জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতীয় জেল হত্যা দিবসের দিনব্যাপী কর্মসূচি সূচনা করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্নু জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এমএ খালেক পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগ, মেহেরপুর পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, যুব মহিলা লীগ, কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম। মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা, পৌর কাউন্সিলর রোকসানা কামাল, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির সভাপতিত্বে (জুমের মাধ্যমে) এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাড়াদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোর্শেদ সুমন সরকার, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ প্রমুখ। এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসেম আলী, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম প্রমুখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে মোখলেছুর রহমান মুকুলের ব্যক্তিগত কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগরের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। আলোচনাসভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর নবীরুদ্দিনসহ নেতৃবৃন্দ। জাতীয় চার নেতাকে নির্মমভাবে জেলখানায় হত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। পরে নিহত চার নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমান সাইফুল ইসলাম। জেলহত্যা দিবস পালন অনুষ্ঠানে গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, জেল হত্যা দিবসে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা। ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপির চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, বাগোয়ান ইউনিয়ন আ.লীগের সভাপতি মজিবুর রহমান মধু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, মোনাখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম গাইন, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তাহমিনা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক শেখ সাকিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মতিউর রহমান মতিন, উপজেলা কৃষকলীগের সম্পাদক শাহিনুজ্জামান মানিক প্রমুখ।