স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাখালডাঙ্গায় দাওয়াতি পক্ষ পালন ও জামায়াতে ইসলামীতে যোগদান পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ৭নং ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মহসিন আলী। ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আমির মাওলানা বিলাল হোসাইন, চুয়াডাঙ্গা সদর উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সদর উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা সাজিবুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার অফিস সম্পাদক আশির উদ্দীন, শঙ্করচন্দ্র ইউনিয়ন আমির মাওলানা আশাদুল হক, পদ্মবিলা ইউনিয়ন আমির আসমান আলী, মাখালডাঙ্গা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, আশির উদ্দীন, ইমরান ও আবু উবাইদা প্রমুখ।