চুয়াডাঙ্গা বেগমপুরের ঝাঝরি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে এমপি আলি আজগার টগর

প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নের ঝাঝরি আশ্রয়ণ প্রকল্পের ঘরনির্মাণ কাজ পরিদর্শন করেছেন হাজি আলী আজগার টগর এমপি। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনি এ কাজ সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শন শেষে এমপি টগর বলেন, ‘আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি বাংলাদেশের কোথাও গৃহহীন এবং ভূমিহীন থাকবে না। তাদের সবাইকে পর্যায়ক্রমে বসবাসের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে পরিচালিত সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দশমিক ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর মধ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসারগণ, উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল দফতরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণের মধ্যে সমন্বয় সাধন করে গৃহনির্মাণ কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। অথচ, প্রধানমন্ত্রীর প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ একটি গোষ্ঠী বিতর্কিত করতে মাঠে নেমেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় বেগমপুর ইউনিয়নের ঝাঝরি স্কুলপাড়ার আবাসনের জন্য নির্মিত ও নির্মাণাধীন গৃহসমূহের গুনগত মান ঠিক আছে কি-না তা নিবীড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য তিনি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। ব্যারাক নির্মাণ কর্মসূচির পাশাপাশি প্রতিটি দুস্থ পরিবারের জন্য ২ শতক জমি, ২ কক্ষবিশিষ্ট গৃহ, প্রশস্ত বারান্দা, রান্নাঘর ও টয়লেট ব্যবস্থা থাকছে। উল্লেখ, ভূমিহীন ও গৃহহীন ২০টি পরিবারের জন্য ঝাঝরিতে নির্মিত হচ্ছে এসব পাকাঘর। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শন শেষে প্রয়াত আ.লীগ নেতা আনছার আলীর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও এলাকার সার্বিক খোঁজখবর নেন এমপি আলী আজগার টগর।

 

Comments (0)
Add Comment