চুয়াডাঙ্গা পৌরসভার ২৬ কর্মকর্তা কর্মচারীর জমকালো বিদায় সংবর্ধনা

অবসরজনিত বকেয়া পাওনাগুলো পরিশোধের আশ্বাস

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার ২৬জন কর্মকর্তা-কর্মচারীর জমকালো আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভা চত্বরে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ ও পৌর নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌরসভার সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাউছার, পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সাজেদা আক্তার ও সার্ভেয়ার আবুল হাশেম। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। কোরআন তেলাওয়াত করেন সানোয়ার হোসেন ও গীতাপাঠ বাবু শংকর চন্দ্র বিশ্বাস। পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে চুয়াডাঙ্গা পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎ যে সকল কর্মকর্তা-কর্মচারী প্রয়াত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। শোক প্রস্তাবসহ প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের জন্য দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌরসভা মসজিদের খতিব মুফতি হুসাইন আহমেদ। এরপর অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিদেরকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করা হয় চুয়াডাঙ্গা পৌরসভার অবসরপ্রাপ্ত ২৬ কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের। সংর্বধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শারমিন আক্তার বলেন, বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের অবসরজনিত বকেয়া পাওনাগুলো পরিশোধ করার চেষ্টা করবো। একই সাথে নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ের মধ্যে বেতন দেয়ার ব্যবস্থা করারও আশ্বাস দেন ওই কর্মকর্তা। তবে প্রধান অতিথি পৌরসভার আয় বর্ধক কাজগুলো বেগবান করার আহ্বান জানান কর্মকর্তা-কর্মচারীদের প্রতি। সংবর্ধিত ও বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী বিশ্বাস, সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আবু বক্কর বিশ্বাস, সাবেক পানি সুপার এএইচএম শাহিদুর রশিদ ও সাবেক প্রধান সহকারী আশাবুল হক বিশ্বাস। বর্তমান কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বক্তব্য রাখেন কার্যসহকারী সোহেল রানা, চুয়াডাঙ্গা পৌরসভার হিসাবরক্ষক কাজী শাহিনুর রহমান, চুয়াডাঙ্গা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপ-সহকারী প্রোকৌশলী আনিছুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌরসভার সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মুহাইমিন পলাশ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা কেএম আব্দুস সবুর খান।