চুয়াডাঙ্গা ট্রাক মালিক গ্রুপের নব-নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

বিভিন্ন সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ সালের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ২টায় ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে শপথ বাক্য পাঠ ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন চুয়াডাঙ্গা জজ কোর্টের পিপি এডভোকেট মারুফ সরোয়ার বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব-নির্বাচিত সভাপতি আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মামুন উর-রশিদ টনিক। অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তারা সংগঠনের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের পক্ষ থেকে ট্রান্সপোর্ট সেক্টরের বিভিন্ন সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজি মো. আলমগীর কবীর, সহ-সভাপতি হাজি শরিফুল ইসলাম টোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকুল, ইব্রাহিম পাঠান, সাংগঠনিক সম্পাদক আশাদুল হক, সড়ক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক কৌশিক আহম্মেদ জনি, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মিমেন, নির্বাহী সদস্য আব্দুল লতিফ, মোকাররম হোসেন, সেকেন্দার আলী বিশ্বাস, সাঈদ কাইসার আজাদ, তুহিন মিয়া ও রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।