স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও জেলা যুবদলের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে আহ্বায়ক আরিফ জোয়ার্দ্দার সোনা, সদস্য-সচিব মামুন উর রশিদ টনিক, সদস্য হাজি মো. আলমগীর কবির ও তরিকুল ইসলাম সোহেলকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি হাসান ইমাম বকুল।
অপরদিকে জেলা যুবদলের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান সাংগঠনিক সম্পাদক জাহিদ মোহাম্মদ রাজিব খান, সহ-সভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, সহ-সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ আমির, সাইফুল ইসলাম সুমন, আরিফ হোসেন আরিফ, পৌর যুব দলের সদস্য সচিব আজিজুল হক প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনাকে আহ্বায়ক ও জেলা যুুবদলের দফতর সম্পাদক মামুন উর রশিদ টনিককে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও শরিফুল ইসলাম টোকন, হাজি মো. আলমগীর কবির ও তরিকুল ইসলাম সোহেলকে সদস্য করা হয়েছে।