স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরএলাকার ৯নং ওয়ার্ডের মুক্তিপাড়ার বাসিন্দা চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মিসকিন আলীর মেজ ছেলে সাহেদ হাসান হালিম দীর্ঘদিন স্ট্রোকে প্যারালাইসড হয়ে চিকিৎসাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল ৭ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……….রাজেউন)। সাহেদ হাসান হালিম বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ও যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। আরও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলাসহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, সাহেদ হাসান হালিমের অকালমৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ হারালো জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিত প্রাণকে। তার এই মৃত্যু আওয়ামী লীগ পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। মরহুমের মৃত্যুতে নেতৃবৃন্দ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতবাসী করেন। আমিন