স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নবাগত জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। জেলা আইনজীবী সমিতি এ বরণ ও সংবর্ধনার আয়োজন করে। জেলা আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাড. আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক বজলুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবুল বাশার, সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন, অ্যাড. সেলিম উদ্দিন খান, অ্যাড. এসএম রফিউর রহমান, আলমগীর হোসেন, বেলাল হোসেন, আবু তালেব বিশ্বাস, মহ. শামসুজ্জোহা, শামীম রেজা ডালিম, তালিম হোসেন, ফজলে রাব্বী সাগর, শফিকুল ইসরাম শফি ও তসলিম উদ্দিন ফিরোজ। সংবর্ধনাসভায় আদালতের বিচারকবৃন্দ ও আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথি নবাগত জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান তার বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধুসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, আমি চাকরি জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছিয়েছি। মাত্র তিনমাস চাকরি আছে। আপনারা বিজ্ঞ আইনজীবী। আপনাদের নানা সমস্যার কথা, অভিযোগের কথা আমি গুরুত্ব¡ সহকারে শুনেছি। বার ও বেঞ্চকে আমি এক ও অভিন্ন মনে করি। আমি বিজ্ঞ আইনজীবী ও বিচারকের চেয়ারকে ভিন্ন চোখে দেখি না। আদালত সংশ্লিষ্ট অফিস আদালতের অনিয়ম, দুর্নীতি রোধ করা হবে। আইনজীবীদের সহযোগিতা থাকলে, আমি স্বল্প সময়ই সর্বোচ্চ ন্যায় বিচার প্রদানে সক্ষম হবো। শারীরিক অসুস্থতার কারণে, তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন, সকলের নিকট দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।