স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স মিলনায়তনে প্রথমে সাধারণ সভা ও পরে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত সভাপতি ইয়াকুব হোসেন মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠানে চেম্বার নেতৃবৃন্দরা প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বিগত ১৬ বছরে বিভিন্ন সমস্যা মোকাবেলা করেও আপনারা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে এসেছেন। ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি সব প্রতিষ্ঠানেই থাকে। আমাদের তা মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন ব্যবসায়ীরা আর কারো কাছে জিম্মি নয়, সবাই স্বাধীনভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে ব্যবসা পরিচালনা করুন। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে চুয়াডাঙ্গার অগ্রযাত্রা আর কেউ থামিয়ে দিতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবেও এই সংগঠনের ১০ বছর ধরে সদস্য। আমি সব সময় এই সংগঠনের সঙ্গে ছিলাম, আগামীতেও থাকবো। সংগঠনের প্রয়োজনে যা কিছু দরকার, আমি আমার দলের পক্ষ থেকেও তা করবো। ব্যবসায়ীরা যেন এই সংগঠনকে তাদের সকল প্রয়োজনে পাশে পান, সেই আহ্বান জানাচ্ছি। প্রত্যেক ব্যবসায়ী যেন তাদের ব্যবসা পরিচালনার জন্য যে কোনো প্রয়োজনে এই সংগঠনের ছায়াতলে এসে কাজ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। কারণ, ব্যবসায়ীরা এগোলেই এগিয়ে যাবে এই সংগঠন।’ এছাড়াও, বক্তব্যের শুরুতে প্রধান অতিথি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাকালীন সময় থেকে যাদের শ্রম ও মেধায় এই সংগঠনকে আজকের সংগঠনে রূপ পেয়েছে সেই সকল সদস্য ও প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি এবং সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর। সাধারণ সভায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।