চুয়াডাঙ্গা করোনা উপসর্গে আরও একজনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৯ জন। এর মধ্যে জেলায় ১৮৯ জন এবং জেলার বাইরে ২০ জন মারা গেছেন। গতকাল শুক্রবার নতুন করে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়েছেন ১৩ জন। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ শুক্রবার নতুন কোনো নমুনা সংগ্রহ করেনি। পূর্বের হিসেবে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৫৭ জন। এদিন ৩৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে মোট ২৭ হাজার ৭৩৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ সময় তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৮১৬ জনে। এ সময় সুস্থ হয়েছেন ১৩ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৬ হাজার ৩৫৯ জন। বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ১৫ জন আর বাড়িতে রয়েছেন ২৩৩ জন। নতুন যে তিনজন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার দুজন এবং দামুড়হুদা উপজেলার একজন। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, শুক্রবার করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের হলুদ জোনে একজনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়েছেন ১৩ জন।

Comments (0)
Add Comment