স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে সোয়া ৮ লাখ টাকার বিভিন্নপ্রকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিজিবি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হাসানের পরিকল্পনা ও সার্বিক দিক-নির্দেশনায় গত ৭ মার্চ হতে ১৩ মার্চ পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযানের পাশাপাশি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৪১ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ, ৬৯ বোতল ফেনসিডিল, ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ কেজি ভারতীয় গাঁজা, ৭১টি বিভিন্নপ্রকার শাড়ী এবং ১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়েছে। যার সিজার মূল্য ৮ লাখ ২৬ হাজার ১০০ টাকা।