স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৪দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শেষ হচ্ছে আজ। গতকাল শুক্রবার বিকেলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে গত বুধবার থেকে বই মেলা শুরু হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিশ^ সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমাণ বই মেলা সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলায় অনুষ্ঠিত হচ্ছে। বিশ^ সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ জাতিকে নেতৃত্ব দেবার উপযোগী একটি প্রজন্ম গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই উদ্যোগের অংশ হিসেবে ভ্রাম্যমাণ বই মেলার আয়োজন করা হয়েছে।
সমাপণী দিনে আজ শনিবার বিকেলে সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বইমেলায় দর্শনাথীরা বিভিন্ন ধরণের বই ডিসকাউন্ট মূল্যে কিনতে পারছেন।
বিশ^ সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বই মেলার সংগঠক মো. মনিরুজ্জামান বলেন, চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলায় বই কিনতে আগ্রহীরা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে সকলের আমন্ত্রণ রইল। এসময়ে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।