চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাত পরিবারে ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাত পরিবারের অনুকূলে ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক হস্তান্তর করা হয়। বিআরটিএ চুয়াডাঙ্গার আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিআরটিএ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ইজাজ রাজা, তানবীর আজিজ, সহিদুল ইসলাম, আনজেরা খাতুন, নাঈম রহমান, মারুফ ইমতিয়াজ মাহির ও আব্দুর রশিদের পরিবারে মনোনীতদের হাতে সহায়তার চেক তুলে দেয়া হলো। চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত বা নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিআরটিএ কর্তৃপক্ষ ২০২২ সাল থেকে ক্ষতিপূরণ হিসেবে এ অর্থ প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদনকারীদের মধ্যে মৃত্যুবরণকারী ৭ জনের পরিবারকে এ অর্থ প্রদান করা হলো। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. জাহাঙ্গীর আলম, মোটরযান পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ.কে.এম মঈন উদ্দিন মুক্তা, নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।