চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণের মামলায় যুবক গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ফুসলিয়ে স্কুলছাত্রীকে অপহরণের মামলায় হৃদয় রহমান নামের এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত পরশু সোমবার দিনগত রাতে পৌর এলাকার সাতগাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করে পুলিশ। গতকালই গ্রেফতারকৃত হৃদয়কে আদালতে সোপর্দ করা হয়।  গ্রেফতারকৃত হৃদয় রহমান (২০) চুয়াডাঙ্গা সাতগাড়ি নতুনপাড়ার শরীফ উদ্দিনের ছেলে। বর্তমানে তারা শহরের আরামপাড়ার বাসিন্দা।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা আরামপাড়ার কিশোরীকে (১৪) স্কুল যাতায়াতের পথে একই এলাকার হৃদয় রহমান বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির সামনে বের হলে অভিযুক্ত হৃদয় রহমান কয়েকজনের সহায়তায় ওই স্কুলছাত্রীকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। ওই স্কুলছাত্রীর পিতাসহ পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খুঁজাখুঁজি করে। পরে এ ঘটনায় গত পরশু সোমবার রাতে স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই সদর থানার এসআই ইয়াসিন আরাফাত সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার সাতগাড়ি মোড়ে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেন। এ সময় গ্রেফতার করা হয় অভিযুক্ত হৃদয় রহমানকে। গতকালই ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ডাক্তারি পরীক্ষা শেষে ভুক্তভোগী স্কুলছাত্রীকে পরিবারের সদস্যদের জিম্মায় দেয়া হয়।

Comments (0)
Add Comment