চুয়াডাঙ্গায় সেমাইসহ মসলা কারখানাকে জরিমানা

স্টাফ রিপোর্টার: অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই ও মসলা তৈরি করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় বঙ্গজপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই সংরক্ষণ করার অপরাধে হাফিজুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স এসডি সেমাই মিলকে ৫ হাজার টাকা এবং মানহীন হলুদ গুঁড়া তৈরি করার অপরাধে মুন্না মিয়ার মিলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ২০ হাজার জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।