স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনকে সংবর্ধ্বণা প্রদান করা হয়েছে। যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটি থেকে অনুমোদন নিয়ে ফেরার পথে তাকে এ সংবর্ধ্বণা প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা শহরে পৌছানোর আগে সদর উপজেলার বদরগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে সংবর্ধ্বণা প্রদান করে চুয়াডাঙ্গায় নিয়ে আসে। জেলা যুব মহিলা লীগের সভাপতিসহ পূর্ণঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির অনুমোদন নিয়ে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন ফেরার খবরে গতকাল দুপুর থেকে তার সমর্থিত নেতাকর্মীরা মোটরসাইকেল সোভাযাত্র নিয়ে চুয়াডাঙ্গা জেলার প্রবেশমুখ বদরগঞ্জ বাজারে আগে থেকে অপেক্ষা করতে থাকেন। আফরোজা পারভীনের বহন করা সাদা মাইক্রোবাসটি এসে পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে মোটরসাইকেল সোভাযাত্রায় চুয়াডাঙ্গায় নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিনি ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, আলিজা বেগম, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন চিনি, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাজুলী বেগমসহ জেলা, উপজেলা ও থানা পর্যায়ের যুব মহিলা লীগের অন্যান্য নেতৃবৃন্দ।