চুয়াডাঙ্গায় মাদকসহ আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দর্শনা এলাকায় পৃথক অভিযান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ আটক তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দর্শনার আকন্দবাড়িয়া ও দক্ষিণ চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ও এক কেজি আড়াইশ গ্রাম গাঁজা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ্জামান। সাজাপ্রাপ্ত তিনজন হলেন, চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া মাঝেরপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে শাহজাহান আলী (৪২), একই এলাকার ইসরাফিল মণ্ডলের স্ত্রী জাহিমা খাতুন (৪৫) ও দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের টাওয়ারপাড়ার সুলতানের ছেলে কালু মিয়া (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি টিম গতকাল শনিবার দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। সকাল ১০টার দিকে দর্শনা আকন্দবাড়িয়া মাঝেরপাড়ার শাহজাহান আলীকে নিজবাড়ি থেকে আটক করে অভিযানকারী টিম। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে একই এলাকার জাহিমা খাতুনকে নিজবাড়ি থেকে আটক করে অভিযানকারী টিম। তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ৪২০ গ্রাম গাঁজা। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে একই টিম অভিযান চালায় দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামে। এ সময় দক্ষিণ চাঁদপুর টাওয়ারপাড়ার কালু মিয়াকে নিজবাড়ি থেকে ৮৩০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গতকালই সাজাপ্রাপ্ত তিনজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment