চুয়াডাঙ্গায় মসুমের প্রথম কালবৈশেখী ঝড়ের আঘাত : হালকা বৃষ্টি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাসহ পাশর্^বর্তী এলাকায় মসুমের প্রথম কলবৈশাখী ঝড় আঘাত হানে গতরাত পৌনে ৯টার দিকে। বৃষ্টি সামান্য হলেও ঝড়ের গতি স্থান ভেদে ৬০ থেকে ৭০ কিলোমিটারের মতো ছিলো। বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৪০ কিলোমিটার এবং ১২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ২০ মিনিট স্থায়ী এ দমকা হাওয়ায় মাঠের বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ের সময় চুয়াডাঙ্গা বিদ্যুত বিতারণ কেন্দ্রের সব ক’টি ভিডারে বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা হলেও ১০/১৫ মিনিটের ঝড়ের পর আবারও তা চালু করা হয়। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত উল্লেখযোগ্য ক্ষতির তথ্য মেলেনি।
গতকাল বুধবার চুয়াডাঙ্গাসহ পাশর্^বর্তী অঞ্চলে দিনের আকাশে অধিকাংশ সময়ই মেঘ সূর্য্যের লুকুচুরি চলে। ফলে তাপমাত্রা মাপা যন্ত্রের পারদ চুয়াডাঙ্গায় ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠেনি। তবে নিচের তাপমাত্রাও খুব একটা কমেনি। গতকাল চুয়াডাঙ্গায় সর্বনি¤œ তাপমাত্রা ছিলো ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতে বৃষ্টির পর তাপমাত্রা হ্রাস পায়। শীত অনুভুত হয়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩২ দশমিক ৮ ও সর্বনি¤œ তেতুলিয়ায় ১৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পূর্বাভাসে বলা হয়, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দু’দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে গতরাত পৌনে ৯টার দিকে বিদ্যুত চমকে হুড়মুড়িয়ে হানা দেয় ঝড়। সাথে ছিলো বৃষ্টি। ঝড়ে ছোট বড় গাছের কিছু ডাল ভাঙলেও তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি।

Comments (0)
Add Comment