স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চার পৌরসভা ও ৪১ টি ইউনিয়ন পরিষদে সরকারিভাবে বিনামূল্যে ভিজিএফ’র ১০ কেজি পরিমাণ চাল বিতরণ করা হবে। এ উপলক্ষে এখন চলছে উপকারভোগী বাছাই। স্থানীয় পৌরসভার প্রশাসক, ইউপি চেয়ারম্যান ও ইউপি প্রশাসকরা উপকারভোগী বাছাইয়ে অতি সতর্কতার সাথে উপকারভোগী নির্বাচন করছেন। চুয়াডাঙ্গা জেলার চার পৌরসভায় নির্বাচিত মেয়র নেই, আছেন পৌর প্রশাসক। যারা সকলেই সরকারি কর্মকর্তা। অপরদিকে, ৪১টি ইউনিয়ন পরিষদের মধ্যে আছে ২৪ জন চেয়ারম্যান। এর মধ্যে ৬ জন আছেন প্যানেল চেয়ারম্যান। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ১৭ জন এবং বিএনপি সমর্থিত চেয়ারম্যান ৭ জন রয়েছেন। এছাড়া ১৭টি ইউনিয়ন পরিষদে আছেন ১৭ জন প্রশাসক। যারা সকলেই উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা। চুয়াডাঙ্গার চার উপজেলার জন্য ৬৭ হাজার ৩০৮টি কার্ডের বিপরীতে ৬৭৩ দশমিক ০৮০ মেট্রিক টন চাল এবং চার পৌরসভার জন্য ১৫ হাজার ৪০৪টি কর্ডের বিপরীতে ১৫৪ দশমিক ০৪০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলায় কার্ডের সংখ্যা ১৯ হাজার ৬৯ টি এবং চাল বরাদ্দের পরিমাণ ১৯০ দশমিক ৬৯০ মেট্রিক টন। আলমডাঙ্গা উপজেলায় কার্ডের সংখ্যা ২১ হাজার ৫০ টি এবং চাল বরাদ্দের পরিমাণ ২১০ দশমিক ৫০০ মেট্রিক। দামুড়হুদা উপজেলায় কার্ডের পরিমাণ ১৬ হাজার ৭৪৬টি এবং চাল বরাদ্দের পরিমাণ ১৬৭ দশমিক ৪৬০ মেট্রিক টন। জীবননগর উপজেলায় ১০ হাজার ৪৪৩টি কার্ডের সংখ্যা এবং চাল বরাদ্দের পরিমাণ ৬৭৩ দশমিক ০৮০ মেট্রিক টন। চুয়াডাঙ্গা পৌরসভায় কার্ডের সংখ্যা ৪ হাজার ৬২১টি এবং চাল বরাদ্দের পরিমাণ ৪৬ দশমিক ২১০ মেটিন টন। আলমডাঙ্গা পৌরসভায় কার্ডের সংখ্যা ৪ হাজার ৬২১টি এবং চাল বরাদ্দের পরিমাণ ৪৬ দশমিক ২১০ মেট্রিক টন। দর্শনা পৌরসভায় কার্ডের সংখ্যা ৩ হাজার ৮১টি এবং চাল বরাদ্দের পরিমাণ ৩০ দশমিক ৮১০ মেট্রিক টন। জীবননগর পৌরসভায় কার্ডের সংখ্যা ৩ হাজার ৮১টি এবং চাল বরাদ্দের পরিমাণ ৩০ দশমিক ৮১০ মেট্রিক টন। বরাদ্দকৃত ভিজিএফ চাল আগামী ১৬ মার্চের মধ্যে উত্তোলনসহ বিতরণ নিশ্চিত করার কথা রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান মহিউল আলম বলেন, এ ইউনিয়নে উপকারভোগীর যাচাই বাছাই চলছে। মোট কার্ডের সংখ্যা এক হাজার ৯৩৫টি। যাচাই বাছাই শেষ হলে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউপি চেয়ারম্যান শেখ আসাদুল হক বলেন, এ ইউনিয়নে মোট কার্ডের সংখ্যা এক হাজার ৩৭০টি। সকল মেম্বারদের সাথে নিয়ে সরকারি ভিজিএফ চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, এ ইউনিয়নের মোট ভিজিএফ কার্ডের সংখ্যা ২ হাজার ৪০০। কিভাবে বিতরণ করা হবে সে বিষয়ে এখন আলাপ-আলোচনা চলছে। জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান বলেন, এ ইউনিয়নে মোট কার্ডে পরিমান এক হাজার ৭৯৩টি। ভিজিএিফ চাল বিতরণ সঠিকভাবে হয় সে বিষয়ে আলাপ আলোচনা চলছে।