স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক বই বিক্রিতে শতকরা ৩৫ ভাগ থেকে ৮০ ভাগ পর্যন্ত ছাড়মূল্যে বিক্রি করছে। পবিত্র রমজান মাসে বেশকিছু নতুন বই ঢাকা থেকে নিয়ে এসেছে ইসলামিক ফাউন্ডেশন। চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শামিম বিন জামান জানান, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেসকল বই প্রকাশিত হয় সেই বইগুলোতে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে শতকরা ৩৫ ভাগ এবং পুরাতন কিছু বই ইসলামিক বিশ^কোষ ও তিরমিযি বই শতকরা ৮০ ভাগ ছাড় দেয়া হচ্ছে। অনুবাদ পবিত্র কোরআন শরীফ ছাড় মূল্যে ৩৪৩ টাকা থেকে ৫৩৬ টাকায় বিক্রি করা হচ্ছে। চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের বিক্রয় সহকারী মো. মহিউদ্দিন জানান, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত অফিস খোলা থাকে। এখানে হাদীস, বোখারী শরীফ এবং শিশুদের জন্য ইসলামিক বিভিন্ন বইও পাওয়া যায়।