চুয়াডাঙ্গায় নাম-মোবাইল নাম্বার লিখে মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেল স্টেশনের অদূরে মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তাপস হালদার (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে রেলওয়ে স্টেশনের অদূরে দর্শনাগামী একটি মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। নিহত তাপস হালদার চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ার সুবল হালদারের ছেলে। তিনি শহরের বড়বাজার এলাকায় একটি সাইকেল স্ট্যান্ডে কাজ করতেন। নিহতের পরিবারের দাবি, তাপস হালদার মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। দীর্ঘমেয়াদী চিকিৎসাও চলছিল। কি কারণে আত্মহত্যা করেছে সেটা অস্পষ্ট বলে জানান তারা।

রেলওয়ে পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে রেলওয়ে স্টেশনের অদূরে রেল সিগনালে নিজের নাম ঠিকানা ও মোবাইল নম্বর লেখেন তাপস হালদার। এরপর সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা দর্শনাগামী একটি মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিলে দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, রেল সিগন্যালে নিজের নাম ও মোবাইল নাম্বার  লেখেন। এরপরই মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি তদন্ত চলছে। মরদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment