চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় আজাদ (৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার  বিকেলে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়েছে সন্ধ্যায়। দণ্ডিত আজাদ (৪৫) দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ার আব্দুল জলিলের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে দামুড়হুদা কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ার এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আজাদ। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দামুড়হুদা থানার এসআই আসাদুর রহমান একজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন ২০১৮ সালের ৩১ ডিসেম্বর। ১৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ে আজাদকে যাবজ্জীবন কারাদ- ও দশ হাজার টাকা জরিমানা করেন আদালত।

Comments (0)
Add Comment