স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো শুরু হয়েছে পণ্য সমারোহ মেলা। তিন দিনব্যাপী পণ্য সমারোহ মেলা শহরের প্রাণকেন্দ্র জেলা মহিলা অধিদপ্তরের ডিসপ্লে সেন্টার অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার মেলার শেষ দিন। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। গত শুক্রবার সকাল ১০টায় মহিলা অধিদপ্তরের ডিসপ্লে সেন্টারে পণ্য সমারোহ মেলার উদ্বোধন করা হয়। পণ্য সমারোহ মেলায় জেলার ১৩ নারী উদ্যোক্তা তাদের নিজের তৈরি পণ্যের প্রসাবার ঘটিয়েছে। মেলার প্রথম দিনে ভিড় জমায় ক্রেতা-দর্শনার্থীরা। দ্বিতীয় দিনেও এ ধারা অব্যাহত ছিলো। আজ রোববার মেলার শেষ দিন। উদ্যোক্তারা আশা করছেন শেষ দিনেও মেলায় দর্শনার্থীরা উপস্থিত থাকবেন।
মেলায় নারী উদ্যোক্তাদের হরেক পণ্যের সমাহার বসে এ মেলায়। মেলায় ১৫টি স্টলে বিক্রেতারা আয়োজনের পসরা সাজিয়ে বসেছেন। হস্তশিল্প, কারুকার্য, হাতে বানানো পোশাক, হোম মেইড ফুড, জুয়েলারি সামগ্রী, অর্গানিক পণ্যসহ বিভিন্ন পণ্যের আয়োজন রয়েছে সেখানে।
মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা হলো লিজা হোসাইন (ডিসপ্লে সেন্টারের ইনচার্জ), জাহানারা খাতুন টগর, নাজমা মিনু, আবদুল মুমিন, তাসলিমা মোস্তফা, লিলি হাসান, নবান্ন ইসলাম, শারমিন আক্তার, ইয়াসমিন আক্তার সুমা, শাহিদা আরবি, সামিনা হক, জুবেরী হাসান, শান্তনা, শিউলি আক্তার ও আসমা খাতুন। নারী উদ্যোক্ত মেলা হলেও এখানে ছেলেরাও স্টল দিয়ে তাদের তৈরি পোষাক বেচা-কেনা করছেন।
অনুষ্ঠানে উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পতœী মেহেরাজ খান বাঁধন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মাকসুরা জান্নাত। পণ্য সমারোহ মেলা উপলক্ষ্যে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক বলেন, দেশের জিডিপি বৃদ্ধিতে নারীরা যেভাবে এগিয়ে আসছেন তা প্রশংসনীয়। আমাদের চুয়াডাঙ্গার নারী উদ্যোক্তারা এ ক্ষেত্রে পিছিয়ে নেয়। তাদের এই ব্যবসাকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স সহযোগিতা করে থাকবে।