স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে শহরের শহীদ হাসান চত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত ৩জন হলেন চুয়াডাঙ্গার শহরতলি দৌলাতদিয়াড় ফায়ার সার্ভিসপাড়ার ইখতিয়ার উদ্দিনের ছেলে ইমরান আহমেদ (৩২), চুয়াডাঙ্গা বাগানপাড়ার আবু বক্করের ছেলে তাওরাত (২৬) ও পোস্ট অফিসপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে দিশান (২৪)।
পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্সসহ শহরের শহীদ হাসান চত্বরে অভিযান চালান। এ সময় গ্রেফতার করা হয় ইমরান আহমেদ, তাওরাত ও দিশানকে। গ্রেফতারকৃত তিনজন চুয়াডাঙ্গা-১ আসনের এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার ঘটনায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।