স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শহরতলীর মাথাভাঙ্গা ব্রিজের অদূরে কাঁচামাল বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লিয়াকত আলী শেখ (৬৫) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার পৌনে ৮টার দিকে মাথাভাঙ্গা ব্রিজের অদূরে সীমান্ত পেট্রোলিয়াম তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই ট্রাক চালক ও সহকারী (হেলপার) পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে পুলিশ লাইন্সে পাঠায়। নিহত লিয়াকত আলী চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার মৃত জুমরাত আলী শেখের ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে তেলপাম্পের অদূরে কাঁচাবাজার করে মোটরসাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন লিয়াকত আলী শেখ। তেলপাম্পের নিকট পৌঁছুলে অতিরিক্ত বাজারের ব্যাগের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাখিভ্যানে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়েন তিনি। ঠিক ওই সময় তেলপাম্পের সামনেই কাঁচামাল বোঝাই ট্রাকটি চাঁদা দিয়ে যাত্রা শুরু করলে পেছনে চাকার নিচে পড়ে পিষ্ট হন লিয়াকত আলী। পরে স্থানীয় ব্যক্তিরা লিয়াকত আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরই ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যান। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে পুলিশ লাইন্সে পাঠায়। নিহতের জামাই মতিয়ার রহমান মিলু দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, ট্রাকের মালিককে জানানো হয়েছে। তারা আসলে আলোচনার পর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুবুর রহমান দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জেনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। গতকাল রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবার কোনো মামলা বা অভিযোগ করেনি থানায়।