চুয়াডাঙ্গায় টিভির রিমোর্ট নিয়ে মারামারি : অভিমানে গলায় ফাঁস দিলো স্কুলছাত্রী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার গ্রীসনগরে ছোট ভাইয়ের ওপর অভিমান করে চামেলি খাতুন (১৬) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৬ টার দিকে এঘটনা ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আহত চেমেলি খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গ্রীসনগর গ্রামের গোরস্থানপাড়ার মুদি ব্যবসায়ী জাহিদুল ইসলামের মেয়ে। চামেলি খাতুন গ্রীসনগর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

চামেলি খাতুনের বাবা জাহিদুল ইসলাম দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, গতকাল বিকেলে চামেলি খাতুন ও তার ছোট ভাই মারুফের সঙ্গে টিভির রিমোট নিয়ে মারামারি হয়। এতে মেয়ে চামেলি অভিমানে সকলের অজান্তে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে দরজা ভেঙ্গে চামেলি খাতুনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসক রফিকুলের নিকট নিয়ে আসে। আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে চামেলি খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে শঙ্কামুক্ত নয়। প্রাথমিক চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Comments (0)
Add Comment