স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাকের পার্টির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ চত্বরে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সভাপতি, জাকের পার্টির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও জাকের পার্টির চেয়ারম্যানের উপ-প্রেসসচিব আব্দুল লতিফ খান যুবরাজ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মজিবর রহমান, কুষ্টিয়া সাংগঠনিক বিভাগের সহ-সভাপতি শফি উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা শাখার সহ সভাপতি হারুন-অর-রশিদ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল, চুয়াডাঙ্গা পৌর জাকের পার্টির সভাপতি হাজি মজিবর রহমান, স্বেচ্ছাসেবক ফ্রন্টের জেলা সভাপতি ডা. শহিদুল ইসলাম, জেলা যুব ফ্রন্টের সভাপতি নজরুল ইসলাম, জাকের পার্টির বাস্তহারা ফ্রন্টের সাধারণ সম্পাদক আবুল কালাম ও মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আব্দুল হালিম। আমন্ত্রিত অতিথি হিসেবে ইফতার মাহফিলে যোগদেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির হাসিবুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্কো, মুখ্য সংগঠক সজীবুল ও সদর উপজেলা শাখা সদস্য সচিব ফাহিম উদ্দিন মভিন। প্রধান বক্তা ছিলেন জাকের পার্টির যশোর জেলা শাখার বর্ষিয়ান নেতা হযরত মাওলানা আব্দুস সালাম। বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা আব্দুস সালাম জিহাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর থানা জাকের পার্টির সভাপতি শফিউদ্দিন। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকের পার্টির চুয়াডাঙ্গা জেলা ছাত্র ফন্টের সহ-সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান। এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সহযোগী সংগঠন, চুয়াডাঙ্গা পৌরসভা, সদর থানা শাখার নেতা-কর্মীগণ। দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুস সালাম।