চুয়াডাঙ্গায় গৃহপরিচারিকাকে ধর্ষণ চেষ্টার সময় গণধোলাই দিয়ে একজনকে পুলিশে সোর্পদ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মালো পাড়ার একটি বাড়ির গৃহপরিচারিকাকে ধর্ষণ চেষ্টাকালে স্বাধীন (৩০) নামে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মালোপাড়ার পুলিশ পার্ক লেন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বাধীন ফরিদপুর জেলার ভাঙ্গা রেলস্টেশনপাড়ার আব্দুল মজিদের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহপরিচারিকা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহারে বাদী উল্লেখ করেছেন, ‘আমি দীর্ঘদিন যাবত চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ের বিপরীতে একটি বাড়ি গৃহপরিচারিকা হিসেবে কাজ করে আসছি। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আমি আমার নিজ বাড়ি থেকে পুলিশ পার্কের নিকট জনৈক ব্যক্তির বাড়িতে পৌঁছামাত্র আসামি স্বাধীন আমার ওপর হামলা চালিয়ে আমাকে জাপ্টে ধরে এবং আমার পরিহিত কাপড় চোপড় টানা হেচড়া করে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে অভিযুক্ত স্বাধীনকে ধরে গণধোলাই শেষে পুলিশ সোপর্দ করে।
বাড়ির মালিক কৌশিক আহমেদ জানান, অভিযুক্ত স্বাধীন আজ (সোমবার) সকাল থেকেই পুলিশ লেন এলাকায় ঘোরঘুরি করছিল। এসময় আমার গৃহপরিচারিকা বাড়ির বাইরে এলে তাকে ধর্ষণের চেষ্টা করে। একটা পর্যায় ভুক্তভোগী চিৎকার দিলে অভিযুক্ত স্বাধীনকে এলাকাবাসী ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত স্বাধীন নামে ওই যুবককে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।