সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার মহাম্মদজমা গ্রামের শিলনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সিন্দুরিয়া ফাঁড়ি পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় শিলনের নিকট থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশসূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদরের সিন্দুরিয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সুফল কুমার বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের মহাম্মদজমা গ্রামে। এসময় নিজ বাড়ি থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ গেস্খফতার করা হয় মঙ্গল আলীর ছেলে শিলনকে (২২)। সিন্দুরিয়া ক্যাম্প ইনচার্জ এসআই সুফল কুমার বিশ্বাসকে সহযোগিতা করেন ক্যাম্পের এএসআই মেহেদী মাসুদ, এএসআই বাদশা। শিলনরে বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় সিন্দুরিয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সুফল কুমার বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেছেন।