চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক দুজনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে আটকের পর কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার পৃথক সময় জেলার ভিন্ন দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় উদ্ধার করা হয় ৪০ গ্রাম গাঁজা। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের তিন মাস করে কারাদ- ও একশ টাকা করে অর্থদন্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। সাজাপ্রাপ্ত দুজন হলেন, দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর মসজিদপাড়ার মৃত সোহরাব শেখের ছেলে মন্টু শেখ (৬২) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (২৯)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গতকাল বৃহস্পতিবার সকালে দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। অভিযানকালে বেলা ১০টার দিকে মন্টু শেখকে নিজ বাড়ি থেকে ২২ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদ- ও একশ টাকা জরিমানা করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে একই টিম অভিযান চালায় চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ায়। এ সময় মালোপাড়ার শিহাব উদ্দিনকে ১৮ গ্রাম গাঁজাসহ নিজ বাড়ি থেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকেও তিন মাসের কারাদ- ও একশ টাকা জরিমানা করা হয়। গতকালই সাজাপ্রাপ্ত দুজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment