স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় খলিল মালিক কিডনি হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হচ্ছে। হাসিমুখ ফাউন্ডেশনের উদ্যোগে গত নভেম্বর মাস থেকে প্রতি বৃহস্পতিবার সকাল ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করছেন ডা. সামিরা তাসনীম জোয়ার্দ্দার, (মেডিকেল অফিসার এন্ড কনসালটেন্ট সনোলজিস্ট।) হাসিমুখ ফ্রি মেডিকেল ক্যাম্পে গরিব এবং অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়ে থাকে। ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার মবিনুল জোয়ার্দ্দার এবং সহযোগী হিসেবে আছেন ইঞ্জিজনিয়ার জুবায়ের হাসান জোয়ার্দ্দার ও ফারহানা মালেক অতোশী। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালীন সময়ে খলিল মালিক ডায়ালাইসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়ে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এছাড়াও প্রতিদিন নিয়মিত সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বহির বিভাগে খুবই স্বল্প ভিজিটে নিয়মিত রোগী দেখছেন ডা. সামিরা তাসনিম জোয়ার্দ্দার।