স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় লকডাউনকৃত এলাকায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা পৌর এলাকার কর্মহীন হয়ে পড়া ইজিবাইক চালকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা চাঁদমারী মাঠ (ভি.জে স্কুলমাঠ) জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ২১০জন ইজিবাইক চালকের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ইজিবাইক চালকদের প্রত্যেককে পেয়েছেন ১০ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি চিনি ও এক লিটার তেল। একই সাথে তাদের সবাইকে দেয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম মাস্ক।
খাদ্য সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, চুয়াডাঙ্গায় প্রতিদিনই বাড়ছে করোনার প্রকোপ। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সকলকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অপ্রয়োজনে কেউ বাড়ির বাইরে বের হবেন না। একবেলা না খেয়ে থাকলে আপনারা হয়তো কোন ক্ষতিগ্রস্ত হবেন না। কিন্তু করোনায় আক্রান্ত হলে আপনার পরিবারের সকলে ক্ষতিগ্রস্ত হবে। আপনার পরিবারের নিরাপত্তার দায়িত্ব আপনার নিতে হবে। আপনারা সকলে মিলে যদি একটু স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলেন তাহলে করোনার সংক্রমণ কমে যাবে। আপনারা যেন ঘরে থেকে পরিবার নিয়ে একটু ভাল থাকতে পারেন সেই লক্ষ্যে আপনাদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।