চুয়াডাঙ্গায় আরও ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৪ জন নোভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬শ ২৭ জন। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা স্বাস্থ্যবিভাগ আরও ২৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে পূর্বে প্রেরণকৃত ১৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। ১৩ জনের নেগেটিভ হলেও ৪ জনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। নতুন শনাক্ত ৪ জনের মধ্যে ৩ জনের বাড়ি চুয়াডাঙ্গা জেলা শহরের গোরস্তানপাড়ায়। অপরজনের বাড়ি দামুড়হুদা উপজেলার কুতুবপুরের বাসিন্দা। গতকাল পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫শ ৩১ জন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১১ জন। হোম তথা বাড়িতে আইসোলেশনে ছিলেন ৪১ জন।
শীতে নোভেল করোনা ভাইরাস সংক্রমণ বেড়েছে। ভয়াবহ আকারে ছড়ানোর আগে সকলকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। অবহেলা বা অসতর্কতায় নোভেল করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে পারে।

 

Comments (0)
Add Comment