স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় আনারুল মেডিকেল সেন্টারে অভিযান চালিয়ছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম। এ সময় মেয়াদউত্তীর্ণ কেমিক্যাল (ডায়াগনস্টিক যন্ত্রাংশ ওয়াশের কাজে ব্যবহৃত) পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানের মালিক আনারুল ইসলামকে গত ২০ হাজার টাকা জরিমানা করা করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাজহারুল ইসলাম বলেন, মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই ল্যাব চালানোর জন্য উপযুক্ত পরিবেশ ছিলো না। পরিবেশ উপযুক্ত করার জন্য এক মাসের সময় দেয়া হয়েছে।