গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার ৬২ আড়িয়ায় এক সন্তানের জননীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একই পাড়ার নাসির উদ্দিন খোকনের বিরুদ্ধে। গতকাল ভূক্তভোগী ওই নারী তার স্বামীকে নিয়ে পুলিশ সুপারের নিকট অভিযোগ দায়ের করতে গেছে বলে জানান তার শাশুড়ি।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬২ আড়িয়ার মাদরাসাপাড়ার রাসেল হোসেনের স্ত্রী এক সন্তানের জননী গতপরশু ভোর ৬টার দিকে প্রতিবেশী হকাজ্জেল হোসেনের ছেলে নাসির উদ্দিন খোকনের বাড়িতে প্রয়োজনীয় কাজে যান। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা খোকন তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন। পরে ওই ঘটনা লোকলজ্জায় একদিন পরে ভুক্তভোগী নারী বাড়িতে বললে বিষয়টি নিয়ে সরগরম পড়ে যায়। পরে অভিযুক্ত নাসির উদ্দিন খোকনের পিতা ভুক্তভোগী ওই মহিলার বাড়িতে গিয়ে উশৃঙ্খল কথাবার্তা বলেন বলে জানিয়েছেন তার শাশুড়ি। ভুক্তভোগীর শাশুড়ি আরো বলেন, হকাজ্জেল হোসেন আমাদের বাড়িতে এসে অশ্লীল ভাষায় কথা বলেন। তিনি বলেন, আমরাও তো অনেককে এভাবে জড়িয়ে ধরি তাতে কি হয়? পরে বিষয়টি জানাজানি হয়ে যায়। গতকাল তাদের পরিবারের লোকজন নিয়ে এসপি অফিসে অভিযোগ দায়ের করতে গেছেন বলেও তিনি জানান। এ বিষয়ে অভিযুক্ত নাসির উদ্দিন খোকনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।